নিউজ ডেস্ক : কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ ও তার সরকারের সঙ্গে গেরিলা সংগঠন ফার্ক এর শান্তি প্রক্রিয়ার বিরোধিতা করে দেশটির ২০টির বেশি শহরে শনিবার কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে।
বোগোটা সরকার দেশটির দ্বিতীয় বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এর সঙ্গে শান্তি আলোচনা শুরু করার কয়েকদিন পরই বিক্ষোভটি শুরু হল। গেরিলা সংগঠনটির অর্ধশত বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধের প্রচেষ্টা থেকেই উভয়পক্ষের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
তবে কোন কোন নগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে বড় ধরনের সমাবেশ হয়নি। বিক্ষোভকারীদের অনেকে হলুদ, নীল ও লাল রঙের কলম্বিয়ান পতাকা দিয়ে শরীর ঢেকে রেখেছে। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিবের রাজনৈতিক দল ডেমোক্রেটিক সেন্টার পার্টি এ আন্দোলনের ডাক দেয়।

Be the first to comment on "কলম্বিয়ায় সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ"