কানেকটিকাট ওপেন সানিয়ার শিরোপা

নিউজ ডেস্ক : মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি ভাঙ্গার পরও সানিয়া মির্জা স্বমেজাজেই আছেন। ‘সান্টিনা’ জুটি ভেঙে যাওয়ার পরে পেশাদার ট্যুরে দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হলেন বিশ্বের এক নম্বর ভারতীয় ডাবলস তারকা সানিয়া।

সিনসিনাটি ওপেন খেতাবের পরে এ বার কানেকটিকাট ওপেন ট্রফিও সানিয়া নিজের দখলে নিলেন। সিনসিনাটি ওপেনে চেক পার্টনার স্ট্রাইকোভাকে নিয়ে জেতার পর এই খেতাবটা সানিয়া তুললেন রোমানিয়ান নিকুলেস্কুকে সঙ্গী নিয়ে।

ফাইনালে সানিয়ারা ৭-৫, ৬-৪ হারান বন্ডারেঙ্কো-চিয়া জাংয়ের ইউক্রেন-তাইওয়ান জুটিকে। যুক্তরাষ্ট্র ওপেন শুরুর আগে সানিয়ার এটা ক্যারিয়ারের ৩৯তম ডাবলস খেতাব, এ বছর যা সাত নম্বর।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কানেকটিকাট ওপেন সানিয়ার শিরোপা"

Leave a comment

Your email address will not be published.


*