নিউজ ডেস্ক: বাংলা ছবির দর্শক তাঁকে দেখেছে ২০১৩ সালেই। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত কমেডি ফিল্ম ‘ডামাডোল’-এর কথা মনে আছে! ওই ছবিতে একটি আইটেম নম্বরে বেশ নজর কেড়েছিলেন ইনি। নাম নীহারিকা রাইজাদা। এর পর আবার তাঁকে দেখা যায় নীরজ ঘেওয়ান পরিচালিত ‘মশান’ ছবিতে। তবে পার্শ্ব চরিত্রে। আর এ বার তিনি একেবারে মুখ্য ভূমিকায় তাঁর পরবর্তী ছবি ‘ওয়ারিওর সাবিত্রি’তে। ইতিমধ্যে ছবিটির ট্রেলারেই রীতিমতো অ্যাকশন আর রোম্যান্টিক দৃশ্যে যিনি সবার নজর কেড়েছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক নীহারিকা সম্পর্কে কয়েকটি কথা যা আপনাকে চমকে দিতে পারে।
Be the first to comment on "কার্ডিওলজিস্ট থেকে বলিউডের অ্যাকশন হিরোইন নীহারিকা!"