শিরোনাম

কালকিনিতে ৩০ মন জাঁটাকাসহ আটক দুই

নিউজ ডেস্ক : পহেলা বৈশাখকে সামনে রেখে জাঁটকা বিক্রি প্রতিরোধ করতে কালকিনি উপজেলা প্রশাসন রয়েছে কড়া নজরদারীতে। এ নজরদারীকে ফাঁকি দিয়েও অবৈধভাবে জাটকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাক্ াযাওয়ার সময় পৌর এলাকার মজিদবাড়ি (ভুরঘাটা) থেকে সোমবার দুপুরে ৩০ মন জাঁটকাসহ রাজিব সরদার-(২৮) ও আলমগির মৃধা-(৪০) নামের দুইজন যুবকে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র‌্যাব ৮ এর ডিএডি জামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার, ভুমিসহকারী আসাদুজ্জামান ও মাইনুদ্দিন । আটককৃত জাঁটকা উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়।

basic-bank

Be the first to comment on "কালকিনিতে ৩০ মন জাঁটাকাসহ আটক দুই"

Leave a comment

Your email address will not be published.


*