রাহাদ, ভ্রাম্মমান (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের জেলা ও উপজেলায় দু’সপ্তাহের ব্যবধানে ফের পুলিশকে মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামীকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে আসামীর স্বজনদের বিরুদ্ধে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে । আসামি সাব্বির শেখ (২৭) কালিয়া উপজেলার আলিম শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে একটি হত্যা মামলার আসামি সাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে আসামির স্বজনরা পুলিশের গতিরোধ করে পুলিশকে মারধর করে আসামীকে ছিনিয়ে নেয়।
গত ৮ সেপ্টেম্বর রাতে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে কলেজ শিক্ষার্থী নাসিম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগে নিহত ওই শিক্ষার্থীর মা তানিয়া সুলতানা জোনাকী বেগম বাদী হয়ে কালিয়া থানায় সাব্বিরসহ আট জনের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর মামলা দায়ের করেন। আসামি সাব্বির শেখ উক্ত মামলার অন্যতম একজন আসামি ছিলেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম ছিনতাই হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ছিনতাইকৃত আসামি গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গত শনিবার (২৩ নভেম্বর) বিকালে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকা থেকে বিল্লাল শেখ (৫০) নামের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করে। এ সময় আসামীর স্বজনেরা পুলিশকে মারধোর করে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় আসামি বিল্লাল শেখকে।
তবে উক্ত আসামী বিল্লালকে ১২ দিন পর গত ৬ ডিসেম্বর ভোরে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কুনিয়া তারাগাছা এলাকা থেকে গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশ।
Be the first to comment on "কালিয়ায় হাতকড়াসহ আসামী ছিনতাই"