শিরোনাম

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সড়ক খানাখন্দে ভরা

নিউজ ডেস্ক : উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ঘেঁসে সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। এতে করে সামান্য বৃষ্টির পানিতেই রাস্তায় পানি জমে জলমগ্নের সৃষ্টি হয়। কিশোরগঞ্জ পৌরসভাধীন ঈদগাহের সামনের সড়কটি পুরাণথানা হয়ে রেলক্রসিং থেকে মাঠের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তাটি খুবই জরাজীর্ণ। সবসময় যেন এ সড়কে কাদা, ময়লা লেগেই থাকে। অথচ রোজা শেষে শোলাকিয়া মাঠে ঈদের নামাজ আদায় করতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এ সড়ক দিয়ে যাতায়াত করবেন। এ কারণে সড়কটি অতি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ পরিচিত করেছে কিশোরগঞ্জকে। এ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে প্রতিবছর ছুটে আসেন দেশে-বিদেশের লাখ লাখ মুসল্লি। কিন্তু মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্মিলনে যোগ দিতে আসা মুসল্লিরা ঈদগাহ সংলগ্ন এ খানাখন্দ সড়ক দিয়ে চলাচল করে নানা ভোগান্তির শিকার হতে হয়। প্রতি বছর ঈদ এলেই সড়কটি সংস্কার করা হলেও তা বেশিদিন টিকে না। এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। বর্তমানে রাস্তাটির বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন বর্ষাকাল থাকায় এসব গর্তে বৃষ্টির পানি জমে যান চলাচলসহ মানুষের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসীসহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ সড়ক খানাখন্দে ভরা"

Leave a comment

Your email address will not be published.


*