নিউজ ডেস্ক : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৯টার পর হাসপাতালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আজ রাত সাড়ে দশটার দিকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশনের কর্মী এনায়েত হোসেন জানান, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কুর্মিটোলা স্টেশন থেকে চারটি গাড়ি হাসপাতালে যায়। এছাড়া বারিধারা ও উত্তরা স্টেশন থেকেও ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান।
এ ব্যাপারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, ভবনের ভেতরে ধোঁয়া আছে প্রচুর। তবে রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ওই বিভাগ থেকে আরো বলা হয় আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে পরে জানানো হবে।
Be the first to comment on "কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুন"