নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম মুকুল মুন্সী (৪৫)। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে জেলার মিরপুর উপজেলার মশান এলাকায় র্যাবের সঙ্গে ডাকাতদের এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ডাকাতিকাজে ব্যবহৃত গাছকাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়। নিহত মুকুল মুন্সীর বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দশ্যুতা ও অস্ত্র আইনে অর্ধ ডজন মামলা রয়েছে বলে দাবি করে র্যাব। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় সড়ক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে সেখানে অবস্থান করছে একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়ার একটি টিম শনিবার রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মুকুল মুন্সী নামের ওই ডাকাত। অবস্থা বেগতিক দেখে অন্যান্য পালিয়ে যায়।
Be the first to comment on "কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত"