শিরোনাম

কুসিক নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ করবে ইসি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ করবে। এসব পর্যবেক্ষক প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের তৎপরতা গোপনে পর্যবেক্ষণ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য করতে কমিশন এই ব্যবস্থা করছে বলে জানান কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে যে ২৭টি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটির জন্য একজন করে কমিশনের কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা নির্বাচনের ত্রুটি-বিচ্যুতি এবং ভালো-মন্দের প্রতিবেদন দেবেন। এমনকি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে আরো কী পদক্ষেপ নিলে ভালো নির্বাচন করা সম্ভব, সে বিষয়েও তারা পরবর্তীতে সুপারিশ দেবেন। পাশাপাশি এসব পর্যবেক্ষক রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের মধ্যে সমন্বয়ক হিসেবে ভোটে দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ আবদুল্লাহ জানান, এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের কেন্দ্রের সমস্যা তাৎক্ষণিক এসএমএস’র মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন। কমিশন নতুন এই প্রযুক্তি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম প্রবর্তন করতে যাচ্ছে।

কমিশন সচিব বলেন, কোন ধরনের অনিয়ম দেখতে পেলে পর্যবেক্ষকরা তাৎক্ষণিক ঊধ্বর্তন কর্তৃপক্ষের নজরে আনবেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসি ব্যবস্থা নেবে। এছাড়া কেন্দ্রে হামলা কিংবা ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে ভোটগ্রহণ কর্মকর্তারা এসএমএসে ইসি, রিটার্নিং কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইতে পারবেন। নির্বাচনে এই প্রথম ক্ষুদে বার্তার ব্যবহার হচ্ছে।

এর আগে গত শনিবার কুমিল্লা গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদা নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সিটি নির্বাচনে কোন ধরনের শৈথিল্য চলবে না। এটা আমার নির্দেশ। আশা করি, সিটি নির্বাচন সুষ্ঠু হবে। ’

নির্বাচনে কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গতকাল থেকে নির্বাচনী এলাকায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা আগামী ৩১ মার্চ পর্যন্ত মাঠে থাকবে। এছাড়া সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ, এপিবিএন, আনসার মোতায়েনসহ ২৭টি ওয়ার্ডে ২৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ষ্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

সূত্র আরো জানায়, গতকাল মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ ও নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রাত ১২টা থেকে ৩১ মার্চ সকাল ৬টা পর্যন্ত কমিশনের বৈধ স্টিকার ছাড়া সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে ২৯ মার্চ রাত ১২টা থেকে ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭জন এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এসব ভোটারের জন্য ২৭টি ওয়ার্ডে ১০৩টি ভোট কেন্দ্র ও ৬২৮টি ভোট কক্ষ রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কুসিক নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ করবে ইসি"

Leave a comment

Your email address will not be published.


*