নিউজ ডেস্ক : কুয়াকাটার খাজুরা পয়েন্ট সৈকত থেকে পাঁচ বছরের শিশু হামিমের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। থানার এসআই হাফিজ জানিয়েছেন, কুয়াকাটার খাজুরা পয়েন্টে শনিবার শেষ বিকেলে স্থানীয় সমবয়সী অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সবার অজান্তে শিশু হামিম সাগরের পানিতে পড়ে যায়। রাতে অনেক খোজার পরও তার সন্ধান মেলেনি। রবিবার দুপুরে সাগরপারে হামিমের ভাসমান লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এসআই হাফিজ আরও জানান, নিহত শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সৈকতের ভাঙ্গণ রোধে দেয়া ব্লকের ওপর পড়ে মাথায় আঘাত পেয়েছে। এছাড়া তার পরিবার থেকেও কাউকে সন্দেহ করা হচ্ছে না। নিহত হামিম কুয়াকাটার পশ্চিম খাজুরা গ্রামের ভ্যান চালক মো. মন্নান জোমাদ্দারের ছেলে।
Be the first to comment on "কুয়াকাটা সৈকতে ভেসে উঠল পাঁচ বছরের শিশুর লাশ"