নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে কৃষকদের কাছ থেকে সাত লাখ টন ধান ও ছয় লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চাল প্রতি কেজি ৩২ টাকায় ও ধান কেজিপ্রতি ২৩ টাকা দরে কেনা হবে। রবিবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ৫ মে থেকে ৩১ আগস্ট সরকারিভাবে এই ধান ও চাল সংগ্রহ করা হবে। উল্লেখ্য, গত বছর কেজিপ্রতি ২২ টাকা দরে এক লাখ টন ধান ও ৩২ টাকা কেজি দরে ১০ লাখ টন চাল কিনেছিল সরকার।

Be the first to comment on "চাল ৩২ টাকা ও ধান ২৩ টাকা দরে কিনবে সরকার"