শিরোনাম

কেন্দ্রীয় ব্যাংকের আইটি নিরাপত্তা বাড়ানোর তাগিদ

নিউজ ডেস্ক: রিজার্ভ লুুটের ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়েছে পরিচালনা পর্ষদ। বুধবার বিকেলে ব্যাংকের নিয়মিত পর্ষদ সভায় এই নির্দেশনা দেন পরিচালকরা।

এদিকে, এঘটনায় সাবেক গর্ভনর ড. আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক ছিলো বুধবার। ফজলে কবির এতে চেয়ারম্যান ছিলেন।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা জানান, সভায় পরিচালকরা আইটি নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। বিদেশের ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের টাকা বের হয়ে যাওয়ার বিষয়ে আজকের বোর্ড সভায় পরিচালকদের বিস্তারিত জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে, তাও পর্ষদকে অবহিত করা হয়।

পরিচালনা পর্ষদ সবকিছু জানার পর এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সে জন্য সর্তকতা অবলম্বন এবং বাংলাদেশ ব্যাংকের আইটি সিকিউরিটি আরো বাড়ানোর পরামর্শ দেন।

basic-bank

Be the first to comment on "কেন্দ্রীয় ব্যাংকের আইটি নিরাপত্তা বাড়ানোর তাগিদ"

Leave a comment

Your email address will not be published.


*