নিউজ ডেস্ক : সালমান ভক্তদের ২৭ ডিসেম্বর তারিখটা বড়দিনের চেয়ে কম কিছু স্পেশ্যাল নয়। পঞ্চাশ পেরিয়ে ৫১-তে পা দিলেন বলিউডের ভাইজান।
প্রত্যেক বছরের মতো এবছরও পানভেলের ফার্মহাউসে জমজমাট বার্থ ডে পার্টি হল সালমান খানের। পরিবারের পাশাপাশি বলিউড ও অ-বলিউড ঘনিষ্ঠরাও উপস্থিত ছিলেন সলমনের জন্মদিনের পার্টিতে।
বিপাশার সঙ্গে সালমান জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সলমনের ঘনিষ্ঠ বন্ধু বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে পার্টিতে এসেছিলেন বিপাশা। পার্টির প্রায় শেষ পর্যন্ত ছিলেনও।
বিইং হিউম্যান-ই ছিল সালমানের জন্মদিনের কেক। বিইং হিউম্যান লেখা কেকই এদিন কাটলেন সালমান। কেক কাটার সময় ছবি তুলছিলেন সালমানের ঘনিষ্ঠ বান্ধবী লুলিয়া ভান্তুর।
মামা সালমান খানের সঙ্গে কেক কাটার সময় হাজির ছিল আহিলও। বাবার কোল থেকেই মামার জন্মদিনের কেক কাটা দেখলেন ছোট্ট আহিল।
সালমান খানের প্রাক্তন গার্লফ্রেন্ড সঙ্গীতা বিজলানি এবং অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ডেইসি শাহও উপস্থিত ছিলেন এই পার্টিতে। সঙ্গে ছিলেন সালমানের অনস্ক্রিন মা বিনা কক।
সালমানের বার্থ ডে পার্টির সবচেয়ে মিষ্টি ছবি এটাই। যেখামে করন সিং গ্রোভার এবং সালমানের ছোট ভাই সোহেল খানের মধ্যে ব্রোমান্সের একঝলক দেখা গেল।
সালমান খানের বার্থ ডে পার্টিতে পুরো গ্যাং নিয়ে মজাদার ছবি তুললেন বিপাশা।
Be the first to comment on "কেমন হলো সালমানের জন্মদিন পার্টি?"