শিরোনাম

কেরানীগঞ্জের কারাগারে বন্দী স্থানান্তর চলছে

নিউজ ডেস্ক: রাজধানীর নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দী স্থানান্তর আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবির কঠোর প্রহরায় আজ ভোর থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত ৯টি প্রিজনভ্যানযোগে বন্দিদের নতুন কারাগারে পাঠানো হয়। তবে মোট কতজন বন্দি পাঠানো হয় এ সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি।

কারা অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শুক্রবার ও শনিবার এ দুই দিনে সাড়ে ছয় হাজারেরও বেশি কয়েদি ও হাজতিকে স্থানান্তর করা হবে। নতুন কারাগারে বন্দীদের খাবারের ব্যবস্থা করার জন্য অর্ধশতাধিক বন্দিকে (বাবুর্চির কাজ করেন) অনানুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়। সকাল ৯টায় কারা অধিদফতরের আইজি গণমাধ্যমকর্মীদের কাছে বন্দি স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে অবহিত করবেন।

সকাল থেকে এ পর্যন্ত তিন ধাপে ২৩টি প্রিজন ভ্যানে মোট ১ হাজার ৬০ জন বন্দীকে ইতোমধ্যে কেরানীগঞ্জের কারাগারে নেয়া হয়েছে। কারাগারের গোয়েন্দা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কেরানীগঞ্জের কারাগারে বন্দী স্থানান্তর চলছে"

Leave a comment

Your email address will not be published.


*