নিউজ ডেস্ক : ক্যাটরিনা কাইফের ৩৩ তম জন্মদিনে তাকে স্পেশাল উইশ করলেন ‘সুলতান’ খ্যাত সালমান খান। এক সময়কার এই হাই ভোল্টেজ তারকা জুটির বিচ্ছেদও হয়ে গেছে অনেক দিন। এরপর ঘটে গেছে অনেক ঘটনা। সালমানের জীবনে এসেছে লুলিয়া ভান্তুর। ক্যাটরিনাও পেয়েছেন রণবীর কাপুরকে।
এর আগে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সালমান-ক্যাটকে একসঙ্গে দেখা গেছে, কিন্তু এবার সরাসরি সাংবাদিকদের সামনেই ভাইজান একেবারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলেন তার এক্স লাভারকে। আর যেটা বললেন সেটাও একমাত্র সালমানের মুখেই মানায়!
সালমান এদিন সাংবাদিকদের সামনে ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, “কাল ক্যাটরিনার জন্মদিন। তার প্রতি ইন্ডাস্ট্রির নবীনতম অভিনেতার পক্ষ থেকে রইল শুভেচ্ছা।”
সালমান যে সত্যিই ‘নবীন প্রাণ’ তা তো আর বলার অপেক্ষা রাখে না। তার বিভিন্ন কাণ্ডকারখানা থেকেই সেটা পরিষ্কার। তবে এই রকম একটা মিষ্টি শুভেচ্ছা পাওয়ার পর ক্যাটরিনার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
Be the first to comment on "ক্যাটরিনার জন্মদিনে সালমানের ‘উইশ’!"