শিরোনাম

ক্লোনিং করে টাকা তুলতেন আটক চীনা নাগরিক জু জিয়ানহুই

নিউজ ডেস্ক: শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ক্লোনিং করে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতেন রাজধানীতে জালিয়াতিকালে আটক চীনা নাগরিক জু জিয়ানহুই। বুধবার দুপুরে রাজধানীর এলিফেন্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনকালে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে আটক হন তিনি।

পরে র‌্যাব-২ তাদের শেরেবাংলা নগর কার্যালয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এমন তথ্য দিয়েছেন বলে দাবি র‌্যাবের। আটক চীনা নাগরিক ক্লোনিং পদ্ধতিতে এটিএম কার্ডের মাধ্যমে কেবল এদেশে নয়, বিদেশের বিভিন্ন অ্যাকাউন্ট থেকেও অর্থ হাতিয়ে নিতেন বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চীনা নাগরিকের দেয়া তথ্যের বিষয়টি উল্লেখ করে এই বিষয়ে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন বলেন, আটক ওই চীনা নাগরিকের সঙ্গে আন্তর্জাতিক অর্থ জালিয়াতি চক্রের আঁতাত থাকতে পারে। এমনকি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের শত কোটি টাকা জালিয়াতির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

তিনি বলেন, জালিয়াতি চক্রের এ সদস্য অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে আসছিল। আমরা আদালতে নিয়ে রিমান্ড চাইবো। রিমান্ডে জিজ্ঞাসাবাদে অপরাধের বিষয়গুলো আরো স্পষ্ট হবে। ইতোমধ্যে নিউ মার্কেট থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

র‌্যাব-২ সিও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চীনা নাগরিক স্বীকার করেছেন তিনি এটিএম কার্ড ক্লোনিং করে বিভিন্ন বুথ থেকে অর্থ হাতিয়ে নিতেন। এই পদ্ধতিতে তিনি কেবল বাংলাদেশি গ্রাহকদের নয়, বিদেশি বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের অর্থ বাংলাদেশে বসে হাতিয়ে নিয়েছেন।

লে. কর্নেল মহিউদ্দিন আরো বলেন, এই বিদেশি নাগরিক অর্থ জালিয়াতি করতে যেসব এটিএম কার্ড ব্যবহার করে আসছিল ওইসব কার্ডের কোনো নম্বর নেই, কার্ড হোল্ডারের নাম নেই, ব্যাংকের কোনো নাম নেই। এছাড়াও এসব কার্ড কোন ধরনের- মাস্টার কার্ড, ভিসা কার্ড নাকি এমেক্স কার্ড এমন ধরনের তথ্যের উল্লেখ নেই। তবে কার্ডের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি এই বিদেশি।

র‌্যাব-২ এর অধিনায়ক আরো বলেন, তার কাছ থেকে ৬৬ হাজার টাকা হাতিয়ে নেয়ার তথ্য প্রমাণ জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে চীনা এ নাগরিককে রাজধানীর এলিফ্যান্ড রোড়ের বাটা সিগন্যাল মোড় এলাকার প্রাইম ব্যাংকের বুথ থেকে হাতেনাতে যৌথভাবে আটক করে র‌্যাব এবং পুলিশ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ক্লোনিং করে টাকা তুলতেন আটক চীনা নাগরিক জু জিয়ানহুই"

Leave a comment

Your email address will not be published.


*