নিউজ ডেস্ক : ভারতের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা সম্প্রতি বলিউড ছেড়ে হলিউড মাতাচ্ছেন। কোয়ান্টিকো’র পর এবার ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে সাড়া বিশ্বের দর্শকদের মাতাবেন তিনি। ছবিতে তাকে ভিলেন ভিক্টোরিয়া লিডস রুপে দেখা যাবে।
বেওয়াচ-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করতে একটুও খারাপ লাগেনি তার। বরং, খলচরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে একথা জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই। টুইটারে অভিনেতা ডোয়াইন জনসন, জ্যাক অ্যাফ্রন, আলেকজান্দারা ডাডারিও, কেলি রোরবাখ ও জন বেজের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।
টুইটারে ছবিটির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খারাপ হওয়ার মজাই আলাদা। ’ তারপর সেখানে তার সঙ্গে থাকা সহ অভিনেতাদের ছবি ও তাদের নাম উল্লেখ করেছেন তিনি। শুটিং চলাকালে তাদের সঙ্গে যে মজা করে কাটিয়েছেন তাও জানাতে ভোলেননি প্রিয়াঙ্কা।
Be the first to comment on "খারাপ হওয়ার মজাই আলাদা, প্রিয়াঙ্কা"