খালেদার জাতীয় ঐক্যের ডাকে সরকার বিপাকে : হান্নান শাহ

নিজস্ব প্রতিবেদক : উগ্রবাদ-সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দেওয়ায় সরকার বিপাকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
তিনি বলেন, ‘সরকার যদি জঙ্গিবাদের উত্থান রোধ করতে ব্যর্থ হয় তাহলে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ নির্মূল হবেই। আর তাদের (জঙ্গিদের) সহযোগী হিসেবে এই সরকারের খবর আছে।’
জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে রবিবার দুপুরে ‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ভয়েজ অব ডেমোক্রেসি (ভিওডি)।
আ স ম হান্নান শাহ বলেন, ‘যদি খালেদা জিয়ার নেতৃত্বে সফল ঐক্য প্রতিষ্ঠিত হয়; তাহলে তো এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। নিশ্চয় আমরা চাইবো গণতন্ত্র পুনরুদ্ধার করা হউক। যে গণতান্ত্রিক সরকার জনগণের নিরাপত্তা দিবে এবং দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। সন্ত্রাসীদের দ্বারা নয়।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া ঐক্যর ডাক দিয়েছেন জনগণ সেটা মেনে নিয়েছেন। দু-একটি ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তা মেনে নিয়েছে। দু-একটি দলের কথা বলা হচ্ছে; কে কোথায় বসবে আর বসবে না। এটা নিয়ে কথা বার্তা হচ্ছে। এটি ছোট ব্যাপার। জাতীয় ঐক্যর স্বার্থে দেশনেত্রীর নেতৃত্বে এগুলো সমাধান করা হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীকে ঠুটোজগন্নাথ আজ্ঞা দিয়ে হান্নান শাহ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা রাস্তায় বিরোধী দলের নেতাকর্মীদের দেখা মাত্র গুলি করে হত্যার নিদের্শ দিয়েছিলেন। বড় বাহাদুরী দেখিয়েছেন। এখন কোথায় গেল আপনাদের বাহাদুরি। গুলশানে ৬-৭ জন সন্ত্রাসীদের মোকাবেলা করতে পারলেন না। বরং প্রধানমন্ত্রীকে গিয়ে বললেন, আমার বাহিনী দ্বারা এ সন্ত্রাসীদের মোকাবেলা করা সম্ভব না। এই বীরদের সাহস- সক্ষমতা দেশবাসী দেখেছে। জনগণ বুঝে গেছে এরা ঠুটো জগন্নাথ।’
আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক ভাবে কাজ করতে দিলে এদেশে সন্ত্রাস থাকবে না এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার তাদেরকে বিরোধী দল দমনে ব্যবহার করছে। সেজন্যই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। এই সরকার দিয়ে সন্ত্রাস দমন সম্ভব হবে না।’
জনগণের ঐক্য হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে হান্নান শাহ বলেন, ‘এ সময়ে সরকার বিদায় নিলে ভাল। তা নাহলে গণআন্দোলনে এরশাদের মতো বিদায় নিতে হবে। এরশাদের বিদায়ের সময়ে তার কিছু ছেলেপেলে দেখা যেত। আর এ সরকারের বিদায় হলে আওয়ামী লীগের লোকদের খুঁজে পাওয়া যাবে না।’
আয়োজক সংগঠনের ফেলো অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "খালেদার জাতীয় ঐক্যের ডাকে সরকার বিপাকে : হান্নান শাহ"

Leave a comment

Your email address will not be published.


*