নিউজ ডেস্ক॥ কারাবন্দি খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে তা নিয়ে ভাববেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (৬ এপ্রিল) জামালপুরে বাহাদুরাবাদ ঘাট নৌ থানার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্যারোল পেতে হলে তাকে একটি সুর্নির্দিষ্ট কারণ দর্শিয়ে আমাদের কাছে আবেদন করতে হবে। তিনি আবেদন করলে আমরা তখন চিন্তা করব। খালেদার জিয়ার জন্য প্যারোলের কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও পায়নি বলেও জানান তিনি। এক বছর ধরে কারাবন্দি খালেদা জিয়া চিকিৎসার জন্য এখন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রয়েছেন। ৭৪ বছর বয়সী খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার মুক্তির দাবি জানিয়ে আসছেন বিএনপি নেতারা।
‘খালেদা জিয়ার প্যারোলের আবেদন করা হলে সরকার ভেবে দেখবে’

Be the first to comment on "‘খালেদা জিয়ার প্যারোলের আবেদন করা হলে সরকার ভেবে দেখবে’"