নিউজ ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই ও কানাডার পুলিশের প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান এ দিন ঠিক করেন। ওইদিন এ মামলার সব আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আর আসামিপক্ষে ছিলেন,
আইনজীবী আ. রেজ্জাক খান।
গত বছরের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।
Be the first to comment on "খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিদেশি প্রতিবেদন গ্রহণের শুনানি ৩ জানুয়ারি"