নিউজ ডেস্ক: নীল গ্রহ পৃথিবীতে মানুষের বসবাস নিয়ে উদ্বেগের মাত্রা দিন দিন বাড়ছে। উত্তর মেরুর বরফ গলছেই অবিরত। লাখ বছরেরও বেশি সময় পর প্রায় গোটা উত্তর মেরু থেকেই ‘বিদায় ঘণ্টা’ বেজে গিয়েছে বরফের। এ বছরের শেষে যদি নাও হয় আগামী বছরেই সুমেরু সাগরকে কার্যত, বিদায় জানাবে ‘বরফ-সাম্রাজ্য’!
কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের পোলার ওশ্ন ফিজিক্স গ্রুপের প্রধান বিজ্ঞানী, অধ্যাপক পিটার ওয়ারহ্যামস সম্প্রতি এমন দাবি করেছেন।
উপগ্রহথেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার বলছে, এ বছর পয়লা জুনে সুমেরু সাগরে বরফ ছিল মাত্র ১ কোটি ১১ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে; যা ৩০ বছর আগে এই সময়ে ছিল ১ কোটি ২৭ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।
অর্থাৎ, তিন দশকে সুমেরু সাগরে ১৫ লাখ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা থেকে উধাও হয়ে গিয়েছে বরফ। ছয়টা ব্রিটেনকে যোগ করলে ভৌগোলিক এলাকার আয়তন যতটা হয়, সুমেরু সাগরের ততটা এলাকা থেকেই গত তিন দশকে বরফ সাফ হয়ে গিয়েছে।
অধ্যাপক ওয়ারহ্যামসের দাবি, ‘এ বছরের সেপ্টেম্বরেই সুমেরু সাগরে বরফ সাবাড় হয়ে যাবে আরো ১০ লাখ বর্গ কিলোমিটার এলাকা থেকে। আর আগামী বছরের শেষ নাগাদ সুমেরু সাগরের আরো ৩৪ লাখ বর্গ কিলোমিটার এলাকায় আর বরফ থাকবে বিন্দুমাত্র।
এমন ঘটার কারণ হিসাবে ওয়ারহ্যামস বলছেন, ‘দুই মেরুই উষ্ণ হয়ে উঠছে খুব দ্রুত। যার ফলে, আচমকা একের পর এক সাইক্লোনে যেমন বানভাসি হয়ে যাচ্ছে ব্রিটেন, তেমনই একের পর এক টর্নেডো আছড়ে পড়ছে আমেরিকায়। রাশিয়ার উত্তর উপকূলে সমুদ্রের বরফ এখন আর নেই বললেই চলে। ওই বরফটাই এত দিন সুমেরু সাগরের বরফটা জমতে সাহায্য করত। কিন্তু এখন সেটাও হচ্ছে না।’
বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত গবেষণাপত্রে ওয়ারহ্যামস দেখিয়েছেন, আগামী পাঁচ বছরে বিশ্বের তাপমাত্রা ০.৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এটা উষ্ণায়নের বিপদকে অনেকটাই বাড়িয়ে তুলবে।
Be the first to comment on "গলছে বরফ, বাড়ছে উদ্বেগ"