বাপ্পী বিশ্বাস,লোহাগড়া পৌর (নড়াইল) প্রতিনিধিঃ সীমানা নিয়ে বিরোধের জের ধরে একজন স্কুল শিক্ষকের লাগানো গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ওই শিক্ষক লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, চরমল্লিকপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও আরএল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর কবীর রিন্টু শেখের সঙ্গে একই গ্রামের মৃত মঞ্জুর বিশ্বাসের ছেলে লেলিন বিশ্বাস ও মিন্টু বিশ্বাসের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে লেলিন ও মিন্টুর বাড়ির পাশে থাকা ওই শিক্ষকের ২৭ শতাংশ জমিতে লাগানো ১৩২টি সেগুন গাছের চারা কেটে ফেলেছে।
ভূক্তভোগী ওই শিক্ষক বলেন, জমিটি তাদের পৈর্তৃক সুত্রে পাওয়া। জমিতে রোপেনের জন্য তার বড় ভাই বরিশাল থেকে ১৩২টি সেগুনের চারা কিনে এনে রোপন করেছেন। গাছ রোপনের পর সীমানা বেড়া দেওয়ার সময় পাশ আইলে বসবাসরত লেলিন ও মিন্টু বিশ্বাস বাধা সৃষ্টি করে। পরে স্থানীয় সামাজিক চাপে ব্যর্থ হয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। গাছ একটু বড় হওয়ার পর গত ৬ সেপ্টেম্বর দিনগত রাতে অধিকাংশ গাছের চারা কেটে ফেলে।
এ ব্যাপারে জানতে, অভিযুক্ত লেলিন ও মিন্টু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
লোহাগড়া থানার দায়ীত্বপ্রাপ্ত ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment on "গাছের সাথে কেমন শত্রুতা"