নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৬) টঙ্গীর আরিচপুর এলাকার মৃত রহিম উদ্দিন গাজীর ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে টঙ্গীর নৌ-বন্দর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে র্যাব-১-এর অপারেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান রাজীব জানান।
তিনি বলেন, “ওই এলাকার একটি ইটভাটায় কয়েকজন যুবক মাদক ও চাঁদাবাজির টাকা ভাগাভাগির করছে বলে খবর পেয়ে রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায় র্যাব। বিষয়টি টের পেয়ে তারা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
“এতে দেলোয়ার গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। পরে দেলোয়ারকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” নাজমুল হাসান বলেন, এ ঘটনায় র্যাব-১ এর নায়েক নাসির উদ্দিন এবং কনস্টেবল হাফিজুর রহমান আহত হন। তাদের টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুই রাউন্ড গুলিসহ একটি এলজি, ১৯৬টি ইয়াবা ট্যাবলেট, তিনটি ছুরি, ১০ হাজার টাকা, ১০-১২টি স্যান্ডেল, গ্যাস লাইটার ও ইয়াবা সেবনের রাংতা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
Be the first to comment on "গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত"