শিরোনাম

গুলিতে আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক: জয়পুরহাটে মুখোশধারীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত এক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সদর উপজেলার ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান এ কে আজাদ রোববার ভোর ৬টায় ঢাকার পপুলার হাসপাতালে মারা যান।

সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, চেয়ারম্যান আজাদ ৪ জুন রাতে একই উপজেলার দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন।

“বাড়ির কাছাকাছি পৌঁছালে একদল মুখোশধারী তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে। আট দিন চিকিৎসার তিনি ঢাকায় মারা যান।”

নিহতের বড় ভাই মুকুল মাস্টার বলেন, আজাদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করায় তার উপর হামলা হতে পারে।

“পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৬টায় ঢাকার পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়।”

নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার কারণেও তাকে হত্যার জন্য আক্রমণ করা হয়ে থাকবে বলে তিনি ধারণা করছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "গুলিতে আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*