নিউজ ডেস্ক : নীতা আম্বানির পার্টিতে সম্প্রতি দুজনকে একে অপরের হাত ধরে থাকতে দেখা গিয়েছে। এতে এতদিন ধরে বলিউডের জনপ্রিয় দুই তারকার বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন চলছিল তা ধাপাচাপা পড়েছে। কিন্তু নীতা আম্বানির একটি পার্টিতে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের ছবিতে এমন একটা বিষয় অনুরাগীদের চোখে পড়েছে তা বেশ তাৎপর্যপূর্ণ।
এক অনুরাগী সেই ছবি ট্যুইট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার আঙুলে একটি আংটি। ছবিটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। এর পরই গুঞ্জন শুরু হয়েছে, গোপনে এনগেজমেন্ট সেরে ফেলেছেন রণবীর-দীপিকা।
এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দীপিকার আঙুলে যে আংটি দেখা গিয়েছে তা এনগেজমেন্ট রিং হতে পারে।
খবর সত্যি হলে দীপিকা-রণবীরের অনুরাগীদের আহ্লাদে আটখানা হওয়াই স্বাভাবিক। যদিও গুঞ্জনটা সত্যি কিনা, যাঁরা জানাবেন তাঁরা এখনও মুখই খোলেননি।
সূত্র: এবিপি
Be the first to comment on "গোপনে এনগেজমেন্ট সেরে ফেলেছেন দীপিকা-রণবীর!"