নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় মাইক্রোবাস ও থ্রি-হুইলারের (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সহকারী দারোগাসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ জন।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩২), ইজিবাইকের ড্রাইভার আজাদ শেখ (২৬)। বাকি ৪ জনের পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের একটি চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রি বোঝাই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এএসআই দেলোয়ার হোসেন ও ইজি বাইকের ড্রাইভার আজাদ শেখসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় ৪ জন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো ৩ জনক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৬

Be the first to comment on "গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৬"