নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি হীন পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। আমি দলের পক্ষ থেকে অবিলম্বে সরকারের এ ধরনের গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহ্বান জানাচ্ছি। অন্যথায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।’
রিজভী বলেন, ‘গণবিরোধী অবৈধ এ সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সকল সেক্টর ধ্বংসের পর আবারও গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তারপরও দাম বাড়লে সরকারের দুর্নীতির ব্যপ্তি আরও বাড়বে। একদিকে মানুষ সরকারের ভয়াবহ গণতন্ত্র হরণের দুঃশাসনের পিষ্ট ও নির্বাক। তারপর গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে মানুষের জীবন যাত্রার ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পাবে। এর মাধ্যমে জনগণকে অতুল গহ্বরে ঠেলে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলবে এবং ভয়াবহ দুর্যোগে পড়বে। মানুষের দৈনন্দিন জীবন-যাপন আরও কষ্টকর হয়ে পড়বে। কৃষি ও শিল্প উৎপাদনেও ব্যাপক প্রভাব পড়বে।’
‘রাজকোষ থেকে জনগণের শত শত কোটি টাকা চুরি, গত কয়েক বছর ধরে সরকারি ব্যাংকগুলো লুটপাট, শেয়ার বাজার থেকে লক্ষ-কোটি টাকা আত্মসাৎ করে দেশের সম্পদের বিরাট অংশ বিদেশে পাচার করে ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে কাফন পরিয়ে দিয়েছে,’ যোগ করেন রিজভী।
তিনি বলেন, ‘দারিদ্র্য অনটনের পিষ্টন যন্ত্রে জনগণের জীবনটা পেষাই করে আখের মতো ছিব্রে করে তুলছে এ ভোটারবিহীন সরকার। এদের অপশাসন আর অপকীর্তির কারণে রাষ্ট্রীয় জীবনের পরতে পরতে জড়িয়ে আছে মানব আত্মার অবমাননার বিভিন্ন দিক।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।

Be the first to comment on "গ্যাস-বিদ্যুতে দাম বাড়ালে কঠোর কর্মসূচি : বিএনপি"