নিউজ ডেস্ক : চলচ্চিত্র পরিচালক পি এ কাজল আর নেই। গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন পি এ কাজল। চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পি এ কাজল।
‘মুক্তি’, ‘গণ দুশমন’, ‘এক টাকার বউ’, ‘আমার প্রাণের স্বামী’, ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’, ‘ভণ্ড ওঝা’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘চোখের দেখা’ প্রভৃতি তার উল্লেখযোগ্য ছবি।
পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ১০ টায় প্রার্থনার জন্য স্বামীবাগ মন্দিরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকেলে রাজারবাগ মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
Be the first to comment on "চলচ্চিত্র পরিচালক পি এ কাজল আর নেই"