নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। এ ঘটনায় আরও তিনছাত্রী আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
এদিকে, বখাটে আব্দুল মালেককে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
নিহত ছাত্রী হলেন- সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের লক্ষণ ঘোষের মেয়ে কনিকা রানী ঘোষ (১৪) ।
আহতরা হলেন-একই গ্রামের আব্দুল খালেকের মেয়ে তারিন আফরোজ (১৫), অরুনবাড়ি মহিপুর গ্রামের তানজিমা আক্তার (১৪) ও বেহুলা গ্রামের মরিয়ম আক্তার। এরা মহিপুর এসএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, চারছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় আব্দুল মালেক তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কনিকা রানী ঘোষকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তারিন আফরোজ ও তানজিমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মরিয়মকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় লোকজন ঘাতক আব্দুল মালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত কনিকা রানীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ঘাতক আব্দুল মালেক একজন নেশাগ্রস্ত। তবে ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি।
গোবরাতলা মহিলা কলেজের রসায়নের প্রভাষক খাইরুল ইসলাম জানান, সকাল ৭টায় ওই চারজন তার কাছে প্রাইভেট পড়তে আসে। ৯টার দিকে প্রাইভেট শেষ বাড়ি ফেরার সময় বখাটে মালেক কুপিয়ে তাদের কুপিয়ে যখম করে। তবে এর কারণ তিনি জানাতে পারেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী শুকতারা বেগম জানান, ওই সময় তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় দেখেন হঠাৎ করেই এক যুবক ওই চারছাত্রীকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ দিচ্ছে।
Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা : আহত ৩"