নিজস্ব প্রতিবেদক : চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ছয় প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীররাতে থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র্যাব-১’র সিইও লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতরা পুলিশ, র্যাব, সেনা ও বিজিবির চাকরিচ্যুত কর্মকর্তা। তারা ১৩ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া নানা প্রতারণায় তারা জড়িত। এ ব্যাপারের থানায় মামলা হয়েছে।
চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের ছয় সদস্য গ্রেফতার

Be the first to comment on "চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের ছয় সদস্য গ্রেফতার"