চান্দিনায় ছাত্রীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় কলেজ জাতীয়করণের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগের প্রতিকারহীন ভয়াবহ সব অন্যায় কুড়ে কুড়ে খেয়ে ফেলছে শিক্ষার সম্ভাবনাকে। দেশজুড়ে তাদের বর্বরোচিত তাণ্ডবলীলা দেশের শিক্ষার পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এ হামলা ছাত্রলীগের বর্বরতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ।

নিরীহ ছাত্রীদের উপর হামলায় জড়িত ছাত্রলীগ পান্ডাদেরকে গ্রেফতার, প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে নেতৃদ্বয় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারী ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এই অবৈধ সরকাককে বাধ্য করবে।

প্রসঙ্গত, রোববার সকাল ১০টায় কুমিল্লার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল করেন ছাত্রীরা। মিছিল নিয়ে শত শত ছাত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় জড়ো হন। তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্রীদের পিটিয়ে আহত করে। এ ঘটনায় অন্তত ২৫ জন ছাত্রী আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ১৩ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় রোকেয়া, সাথী ও শারমিন নামে ৩ ছাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "চান্দিনায় ছাত্রীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা"

Leave a comment

Your email address will not be published.


*