নিউজ ডেস্ক : চীনে নির্মাণাধীন একটি ভবনের এলিভেটর ছিঁড়ে ৮ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভবনটির ১৮ তলা থেকে এলিভেটরটি ছিঁড়ে নিচে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। শ্যানডং প্রদেশের লংকু শহরে এ ঘটনা ঘটেছে বলে রবিবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, ৮ জন মানুষ নিয়ে এলিভেটরটি ১৮ তলা থেকে নিচে নামার সময় ছিঁড়ে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কেউ আর জীবিত নেই।
সম্প্রতি কিছুটা উন্নতি হলেও যথাযথ তত্ত্বাবধানের অভাবে চীনে কর্মক্ষেত্রে নিরাপত্তা ঘাটতি রয়েই গেছে।
Be the first to comment on "চীনে নির্মাণাধীন ভবনের এলিভেটর ছিঁড়ে নিহত ৮"