নিউজ ডেস্ক : বহুল আলোচিত সরকারি কর্মচারি আইন, ২০১৬ এর খসড়াটি মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন পায়নি। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটি উপস্থাপন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়, তবে বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফিং হয় সচিবালয়ে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিসভা সরকারি কর্মচারি আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়নি। আইনটি আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছে মন্ত্রিসভা।
এর আগে গত বছরের ১৩ জুলাই সরকারি কর্মচারি আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এক বছর চার মাসেরও বেশি সময় পরও খসড়াটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেল না। সংবিধানে প্রজাতন্ত্রের কর্মচারিদের জন্য আইন প্রণয়নের বাধ্যবাধকতা ছিল। কিন্তু কোনো সরকারই এ আইন প্রণয়ন করেনি। সরকারগুলো বিধি, নীতিমালা ও প্রয়োজনমতো নির্দেশনাপত্র জারি করে সরকারি কর্মচারীদের পরিচালনা করছে। গত মহাজোট সরকারের সময় আইনটি করার জন্য কয়েক দফা খসড়া প্রণয়ন করা হলেও খসড়ার বিভিন্ন বিধান নিয়ে বিতর্ক ওঠায় তা আর আলোর মুখ দেখেনি।
Be the first to comment on "চূড়ান্ত অনুমোদন পায়নি সরকারি কর্মচারি আইন"