নিউজ ডেস্ক : দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের ঐতিহ্য রয়েছে এদেশের প্রতিটি সংগ্রামে।
বুধবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশনটে ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট তারাই ঘটিয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এরপর থেকে শুরু হয় বাংলাদেশের ইতিহাস বিকৃতি। এখন আমাদের একটা প্রজন্ম ইতিহাসের তেমন কিছু জানে না। ‘৭৫ সাল থেকে ‘৯১ সাল পর্যন্ত ইতিহাস বিকৃত করা হয়েছে। তখন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনতে দেওয়া হতো না। সেসময় ছাত্রলীগ নেতা চুন্নু জীবন দিয়েছিলেন ৭ মার্চের ভাষণ বাজানোর কারণে।
Be the first to comment on "ছাত্রলীগের ঐতিহ্য এদেশের প্রতিটি সংগ্রামে (ভিডিও)"