নিউজ ডেস্ক: ঈদ, অবকাশকালীন ও সাপ্তাহিক ছুটি শেষে সর্বোচ্চ আদালতে ফিরেছে কর্মব্যস্ততা।শুরু হয়েছে নিয়মিত বিচারিক কার্যক্রম। মঙ্গলবার(১২ জুলাই)সকাল থেকেই বিচারপতি, আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বিভাগে বিভিন্ন মামলা শুনানির এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দিয়েছেন। হাইকোর্ট বিভাগে ২১টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। আদেশ অনুযায়ী আজ থেকে এসব ডিভিশন ও একক বেঞ্চ কার্যকর হবে।
পুনর্গঠন অনুযায়ী বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিম, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আমির হোসেন, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এসএইচএম নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে গ্রহণযোগ্য ফৌজদারি মোশন শুনানির এখতিয়ার দেয়া হয়েছে।
অপরদিকে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে সকল প্রকাশ রিট মোশন শুনানির এখতিয়ার দেয়া হয়েছে।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ,কে,এম সাহিদুল হক সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ,এন, এম বশির উল্লাহ সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে সকল প্রকার গ্রহণযোগ্য দেওয়ানি মোশন শুনানির এখতিয়ার দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে ছুটি ও অবকাশ ছিলো। এ সময়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য মামলা সংক্রান্ত সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে ২০টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছিলো প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এছাড়াও অবকাশকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনিত করেন প্রধান বিচারপতি।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের চেম্বার কোর্টে ২১ ও ২৮ জুন এবং গত ১০ জুলাই জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি গ্রহণ করেন।
এদিকে অবকাশকালীন ও ঈদের ছুটির পর উচ্চ আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থপাচার মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
Be the first to comment on "ছুটি শেষে কর্মব্যস্ত সুপ্রিম কোর্ট"