শিরোনাম

ছড়াকারদের সম্মাননা দিলো ছড়া চর্চাকেন্দ্র ‘ঝাল’

সাহিত্য ডেস্ক : দ্বিতীয় ছড়া উৎসব-২০১৬ ছড়া প্রতিযোগিতায় সম্ভাবনাময় ৩০ ছড়াকারকে সম্মাননা দিয়েছে সৃজনশীল ছড়া চর্চাকেন্দ্র ‘ঝাল’। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ছড়াকারদের হাতে স্মারক সম্মাননা, সনদপত্র ও বই তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন ছড়াকার রফিকুল হক (দাদুভাই)।

তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার তুলে দেওয়া হয় ছড়াকারদের হাতে। উৎসবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া ও সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলা থেকে ছড়াকাররা অংশ নেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ছড়াকারদের সম্মাননা দিলো ছড়া চর্চাকেন্দ্র ‘ঝাল’"

Leave a comment

Your email address will not be published.


*