নিউজ ডেস্ক : ইনজুরির কারণে ছয় মাস মাঠের বাইরে চলে গেলেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। গত জুন মাসে আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছিলেন কাটার মাস্টার। এরপর দেশে ফিরে পুর্নবাসন শেষে সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যান সাতক্ষীরার এই বোলার। সেখানে দুই ম্যাচে খেলেই আবার পুরনো চোটটা বেড়ে যায় মুস্তাফিজের।
চোট পরীক্ষা করে দেখা যায়, মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করাতে হবে। তবে কোথায় হবে সেই অস্ত্রোপচার তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিসিবি। ইংল্যান্ডে না অস্ট্রেলিয়া হবে মুস্তাফিজের অস্ত্রপচার সেটা নিয়ে সিদ্ধান্ত হবে আগামী সোমবার। তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডেই হবে মুস্তাফিজের ইনজুরি। অপারেশনের জন্য মুস্তাফিজও প্রস্তুত রয়েছে বলে বিসিবি সূত্রে জানা যায়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা তার (মুস্তাফিজের) রিপোর্ট বেশ কয়েক জায়গায় পাঠিয়েছি। আমরা চাই সেরা সেরা ডাক্তারের কাছে তাই চিকিৎসা হোক। যুক্তরাজ্যে দু’জন ও অস্ট্রেলিয়াকে একজন বিশেষজ্ঞের সাথে আমাদের কথা হয়েছে। তবে কোথায় তার অস্ত্রোপচার হবে সে বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেয়া হবে।’ ক্রিকেটে বোর্ডের এই কর্তা আরো জানান, মুস্তাফিজ বিষয়ে কোনোরকম ছাড় দিতে তারা নারাজ। দেশের পক্ষ থেকে সর্বোচ্চ সেবাটাই পাবেন এই বোলার। তিনি বলেন, ‘আমরা আপাতত তাকে টেস্টের জন্য বিবেচনা করছি না। সীমিত ওভারের ক্রিকেটেই তাকে মনোযোগী হতে বলা হয়েছে।’ মুস্তাফিজের ৬ মাস মাঠের বাইরে থাকার অর্থ হচ্ছে আসন্ন ইংল্যান্ড ও এরপর বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে থাকছেন না এই বোলার। যা টাইগারদের জন্য বড় দু:সংবাদই বটে। সূত্র : ক্রিকইনফো
Be the first to comment on "ছয় মাস মাঠের বাইরে মুস্তাফিজ"