শিরোনাম

জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদী কার্যক্রম বরদাশত করা হবে না বলে হুঁশিযারি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে।’ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বেতার আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সভায় অংশ নেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিকুল ইসলাম প্রমুখ। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গিবাদ নাগরিক, সামাজিক ও বৈশ্বিক সমস্যা, আইনশৃঙ্খলার সমস্যা নয়। কাজেই এই সমস্যা সামাজিকভাবে মোকাবিলা করতে হবে আমাদের।’

তিনি সংশয় প্রকাশ করে বলেন, যারা মসজিদে হামলা করে, যারা ঈদের জামায়াতে হামলা করে, তারা কোন ধরণের মুসলিম!

ডিএমপি কমিশনার আরও বলেন, জঙ্গিবাদ দমনে উন্নত বিশ্ব বহু অর্থ ব্যয় করেও যা করতে পারছে না, বাংলাদেশের পুলিশ সীমিত সম্পদ নিয়ে তার চেয়ে বেশি সাফল্য দেখাচ্ছে। তাই জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে যারা সমালোচনা করেন, তাদের কঠোর সমালোচনা করেন আছাদুজ্জামান মিয়া।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে"

Leave a comment

Your email address will not be published.


*