জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ইসলামী দলগুলোও

নিউজ ডেস্ক: সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অবস্থান ইসলামী দলগুলোর সব সময়ই ছিলো। আগামীতে নানা কর্মসূচির মাধ্যমে এ বিষয়ে আরো সোচ্চার ভূমিকা পালন করবে তারা। সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসলামী দলগুলোর নেতারা একথা বলেন।

গত শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী নেতাদের এক মতবিনিময় সভায় ইসলামের নামে জঙ্গি তৎপরতার বিষয়ে বাংলাদেশের ইসলামী দলগুলোর ভূমিকার সমালোচনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ওই সভায় তিনি বলেন, দেশে জঙ্গি হামলার ঘটনায় ইসলামী দলগুলো নীরব কেন? যখন মদিনায় হামলা হলো তখনও তারা চুপচাপ, এর কারণ কী?

তবে হানিফের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইসলামী দলগুলোর নেতারা। তাদের দাবি সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সব সময়ই তারা সোচ্চার ছিলেন, আগামীতেও থাকবেন। গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। পাশাপাশি কার্যকর কর্মসূচি গ্রহণে আলোচনা চলছে বলেও জানিয়েছেন দলগুলোর নেতারা।

ইসলামী দলগুলোর প্রতিবাদ ও নিন্দা বিবৃতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খেয়াল করেননি বলে মনে করেন তারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানি বলেন, আমরা একেবারে শুরু থেকে ২০০৪ সালে আলেম-ওলামাদের নিয়ে সম্মেলন করেছিলাম। ইসলাম, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লিফলেট-পোস্টার করেছি। জঙ্গি-সন্ত্রাসীদের কখনো ইসলাম সমর্থন করে না।

তিনি বলেন, সন্ত্রাসী-জঙ্গিরা মুসলমানদের শত্রু, মুসলিম নামধারী আবু জাহেলের অনুসারী। আমরা বয়ান, বক্তৃতা ও আলোচনায় সব সময় এইগুলোর বিরোধিতা করি। এখন আমরা প্রত্যেকটি মসজিদে খুতবার সময় কীভাবে এই জঙ্গি-সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিতে পারি সে বিষয়ে আহ্বান জানাবো।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা যারা বাংলাদেশে ইসলামী শক্তি আছি তারা সব সময় সন্ত্রাস-নৈরাজ্যসহ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে। অতীতে আমরা সন্ত্রাস-বিরোধী কর্মসূচিতে সোচ্চার ছিলাম, এখনো আছি। আশা করছি আগামী দিনগুলোতে আমাদের ভূমিকা থাকবে।

মাহবুব উল আলম হানিফের বক্তব্যে প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি উনি (হানিফ) ভুল তথ্য দিয়েছেন। এটা সঠিক তথ্য নয়। এই কথা বলে তিনি আওয়ামী লীগ ও সরকারের জন্য ভালো করেননি। এসব বিষয় (সন্ত্রাসী কর্মকাণ্ড) নিয়ে সতর্কতার সঙ্গে কথা বলতে হয়। যারা (সন্ত্রাসী) এ ধরনের কাজ করছে তার মুসলিম উম্মাহ ও জাতির শত্রু। তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় এবং সারা বিশ্বে মুসলিম উম্মাহর ভাবমর্যদা ক্ষুন্ন করতে চায়।

ইসলামী ঐক্যজোটের এই নেতা বলেন, এর বিরুদ্ধে সরকারকেই দাঁতভাঙা জবাব দিতে হবে। আমরা আলোচনা করছি কীভাবে ফলপ্রসূ আন্দোলন করা যায় এবং কীভাবে মানুষকে আরো সচেতন করা যায়। আমি মনে করছি, আমাদের এই প্রোগ্রামগুলো কার্যকর হবে। মিছিল-মিটিং করে সন্ত্রাসবাদ মোকাবেলা করা যাবে না। সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান দাবিদার মিছবাহুর রহমান বলেন, আমরা অনেক আগে থেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছি। যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে সব সময় সোচ্চার ছিলাম। জামায়াত ইসলামসহ ধর্মের নাম ব্যবহারকারীদের বিরুদ্ধে আমরা সব সময় কথা বলেছি। আমরা মহাজোটের সঙ্গে আছি। ঈদের সময় নেতারা ঢাকার বাইরে থাকায় আমরা এখনো কোনো কর্মসূচি গ্রহণ করতে পারিনি।

তিনি বলেন, মহাজোটের শরীক হিসেবে আমাদের সঙ্গে উনারা (জোট নেতৃত্বাধীন আওয়ামী লীগ) আলোচনা বা পরামর্শ করেন। ১৪ দলের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সমাবেশে আমাদের পূর্ণ সমর্থন আছে।

মাহবুব উল আলম হানিফের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উনি (হানিফ) যদি ঢালাওভাবে বলে থাকেন তাহলে ঠিক করেন নাই। তারপরও আমরা এ বিষয়ে উনার সঙ্গে কথা বলবো।

ইসলামী চিন্তাবিদ ও সন্ত্রাসবিরোধী ফতোয়াদানকারী মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেন, ইসলামী দলগুলো এই ঘটনার পর পরই নিন্দা জানিয়েছে। উনার (হানিফ) হয়তো দৃষ্টি এড়িয়ে গেছে। প্রসিদ্ধ ইসলামী রাজনৈতিক দলগুলো অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তাই আমি বুঝতে পারিনি উনি (হানিফ) কেন এমন মন্তব্য করেছেন বা কাদেরকে বলেছেন।

জঙ্গি-সন্ত্রাস ও উগ্র চিন্তার বিরুদ্ধে দেয়া ফতোয়ার মাধ্যমে এই আন্দোলনে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমার এটা মাত্র শুরু করেছি। আমি সাংবাদিকদের সামনে শুধু বিষয়টি তুলে ধরেছি। এটা জনগণের কাছে পৌঁছাতে হবে। আগামী বৃহস্পতিবার আলেম-ওলামাদের নিয়ে আমরা একটা মিটিং ডেকেছি। মিটিং থেকেই আমরা পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ইসলামী দলগুলোও"

Leave a comment

Your email address will not be published.


*