শিরোনাম

জঙ্গি মদদ দেয়ার অভিযোগ ব্র্যাকের শিক্ষকের বিরুদ্ধে (ভিডিও)

নিউজ ডেস্ক : তল্পিতল্পা গুটিয়ে দেশ ছেড়েছেন সন্দেহভাজন জঙ্গি রেজাউর রাজ্জাক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতায় তথ্য প্রমাণ রয়েছে গোয়েন্দাদের হাতে।
জানা যায়,গুলশান হামলায় ও কল্যাণপুরের জঙ্গি আস্তানায় নিহত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিলো তার।
ধানমন্ডির একটি বাড়ির চারতলায় পরিবার নিয়ে থাকতেন রেজাউর রাজ্জাক । এখন পরিবারেই কেউই নেই এখানে। একজন কেয়ারটেকার আছে তিনিও জানেন না কোথায় আছে রাজ্জাক।
রাজ্জাকের বিরুদ্ধে জঙ্গিবাদে ম“ দেয়ার অভিযোগ বিস্তর। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে নব্বই দশকের মাঝামাঝি পড়াশোনা শেষে দেশে ফিরে রাজ্জাক। এরপর ধানমন্ডিতে চালু করেন রিসোর্স সেন্টার ফর ইউনিটি ডেভেলপমেন্ট নামের এনজিও। মূলত এটিই তার জঙ্গি তৎপরতার আস্তানা।
জানা যায়, এখানে নিয়মিত যাওয়া আসা ছিলো চাকরিচ্যুত মেজর জিয়া, যুক্তরাষ্ট্রে দন্ড প্রাপ্ত নাফিস, আনসারুউল্লাহ বাংলা টিমের আমির রাহমানি ও মাওলানা নুরুল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
গেলো কয়েক বছরে রেজাউর রাজ্জাকের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জমা দিয়েছে গোয়েন্দা সংস্থা। উপস্থাপন করা হয় তথ্য প্রমাণ । এসবের মাঝেই চার বছর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা চালিয়ে যান রেজাউর রাজ্জাক। যদিও কর্তৃপক্ষ বলছে এসব অভিযোগের কিছুই জানা ছিলো না তাদের।
বর্তমানে রাজ্জাক এখন ছুটি নিয়ে উচ্চতর ডিগ্রী নিতে মালয়েশিয়া গিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসব অভিযোগের বিরুদ্ধে রেজাউর রাজ্জাকের বক্তব্য জানতে চেয়ে ইমেল করা হলেও কোনো জবাব দেননি তিনি । তাইঅভিযোগ খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্ববিদ্যালয় মঞ্জিরী কমিশনের।
সূত্র: যমুনা টিভি

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জঙ্গি মদদ দেয়ার অভিযোগ ব্র্যাকের শিক্ষকের বিরুদ্ধে (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*