নিউজ ডেস্ক : নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার সকালে ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে অবস্থান নিতে চাইলে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনের এই কর্মসূচিকে ঘিরে রবিবার সকাল সাড়ে ৮টা থেকে প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেয় জবি ছাত্রলীগ। সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। ১০টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে জবি শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থিতিতে পদ প্রত্যাশী বেশ কয়েকজন নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মেহরাব আজাদ, ছাত্র ইউনিয়নের সভাপতি আল-আমিন, শিক্ষার্থীদের প্রতিনিধি মনিরুল ইসলাম রাজন, অনিমেষ, তামিজসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে দাবি করেন প্রগতিশীল ছাত্র নেতারা।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হামলার ঘটনা অস্বীকার করে বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন আন্দোলন থেকে বিরত থাকতে তাদের অনুরোধ করা হয়েছিল মাত্র। এদিকে, জবির প্রক্টর নূর মোহাম্মদ জানিয়েছেন মারধররের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রবিবার পুরান ঢাকার নয়াবাজার মোড়ে অবস্থান করার কথা থাকলেও পরে তা প্রত্যাহার করা হয়। সকাল থেকে রায়সাহেব বাজার মোড় পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান করতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল পুলিশের সাজোয়া যানও।
Be the first to comment on "জবির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা"