নিউজ ডেস্ক : সীমান্তে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জম্মু-কাশ্মীরের এক সেনাক্যাম্পের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। জম্মু থেকে ২০ কিলোমিটার দূরে নাগরোটা সেনাক্যাম্পে স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে এ হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর ও জম্মু জাতীয় মহাসড়কের পাশের ওই ক্যাম্পের কাছে সেনাদের সঙ্গে হামলাকারীদের গুলির লড়াই চলছে।
হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এনডিটিভি এক জওয়ানের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সেনাবাহিনী জঙ্গির সন্ধানে ওই এলাকা ঘেরাও করেছে বলেও জানিয়েছে এনডিটিভি। এ ছাড়া ওই এলাকার বিদ্যালয়গুলো আজ না খুলতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।
Be the first to comment on "জম্মু-কাশ্মীরের কাছে সেনাক্যাম্পে হামলা"