জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮টায়

নিউজ ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার অথবা পরশু সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান। ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বায়তুল মোকাররকম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে এ জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী, দ্বিতীয় জামাআতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুশতাক আহমেদ, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলনা ওয়ালিয়ুর রহমান খান, চতুর্থ জামাতে উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদি ও পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামি ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৮টায়"

Leave a comment

Your email address will not be published.


*