শিরোনাম

জাপার সম্মেলন ১৪ মে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) জাতীয় সম্মেলন আগামী ১৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল দলটির কাউন্সিল হওয়ার কথা ছিল। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব রহুল আমীন হাওলাদার সম্মেলনের নতুন এ তারিখ ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং ভেন্যু না পাওয়ার কারণেই সম্মেলনের তারিখ পেছনোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

দলটির মহাসচিব বলেন, রাজধানীর ইঞ্জিনায়ার্স ইনস্টিটিউশনে ওইদিন সকাল ১০টা থেকে সম্মেলের প্রথম পর্ব শুরু হবে। এরপর দুপুর ২টা থেকে কাউন্সিলরদের নিয়ে সম্মেলনের মূল পর্ব শুরু হবে।

সম্মেলনে প্রায় ৫০ হাজার কাউন্সিলর অংশ নেবেন বলে জানান রহুল অামীন। এর অাগে জেলা কমিটিগুলোও সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন তিনি, আসন্ন কাউন্সিলেই দলটির বিতর্কিত নেতাদের ভাগ্য নির্ধারিত হবে।

সংবাদ সম্মেলনে পার্টির কো- চেয়ারম্যান জি এম কাদের, সাংসদ অাবু হোসেন বাবলাসহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "জাপার সম্মেলন ১৪ মে"

Leave a comment

Your email address will not be published.


*