শিরোনাম

জাবিতে ক্লাস শুরু সোমবার

নিউজ ডেস্ক: গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-কদর এবং ঈদুল ফিতরের ৪১ দিন ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী (শিক্ষা-১) আজ (রোববার) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার থেকে সব বিভাগের ক্লাস শুরু হবে। গত ১৩ জুলাই থেকে অফিস কার্যক্রম শুরু হয়েছে।

ছুটি শেষে ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আড্ডায় প্রাণবন্ত হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বটতলা, প্রান্তিক গেইট, ডেইরি গেইট, শহীদ মিনারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা।

উল্লেখ্য, ৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত সব বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ ছিল।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাবিতে ক্লাস শুরু সোমবার"

Leave a comment

Your email address will not be published.


*