রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ ১৯৭৫ সালের ১৫ই-আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যগণকে হত্যায় পরোক্ষভাবে জড়িত জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজি বনি আমিন, জেলা আ’লীগের সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এম রাশেদ হাসান প্রমুখ। এ দিকে একই সময় উপজেলার কাশিপুর ইউনিয়ন আ’লীগের নেতারা বিচার দাবিতে কাশিপুর চৌরাস্তা এলাকায় মানববন্ধন শেষে সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউল ইসলাম, আ’লীগ নেতা সাজ্জাদুর রহমান কচি, আজিজুর রহমান আর্জু, কামরুল ইসলাম মিন্টু, হালিম হেসেন পিনা খা ও ইউপি সদস্য আব্দুল অহেদ শেখ প্রমুখ।
Be the first to comment on "জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিতে মানববন্ধন"