নিউজ ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র দূতাবাসের (কনস্যুলেট) সামনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে হামলাকারী নিহত এবং দুজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। সোমবার ভোরে ফালাস্তিনে, আল-আনদালৌস, আল-হামরা ও হেইল রোড বেষ্টিত কনস্যুলেটের সামনে এ হামলা চালানো হয়।
হামলায় আহত দুই নিরাপত্তারক্ষীকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ এই সংবাদ প্রকাশ করেছে। তবে, তাদের সংবাদে হতাহতদের পরিচয় জানানো হয়নি। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
Be the first to comment on "জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী হামলা"