নিউজ ডেস্ক : জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের কোসনাপুর গ্রামের অন্তসত্তা গৃহবধু রীমা (১৬)কে শনিবার শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে রীমার স্বামী মোঃ হাসান (২৪), শ্বশুর আব্দুল আলীম(৪৪) ও শ্বাশুড়ী কলি বেগম (৩৮)কে শনিবার রাতে জয়পুরহাট সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান ১০ মাস পূর্বে জয়পুরহাট সদর উপজেলার চক জগদীশপুর গ্রামের মাজেদুর রহমানের মেয়ের সাথে হাসানের বিয়ে হয়।
গত ৯ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে শ্বাস রোধ করে রিমাকে হত্যা করা হয়। রিমার ভাই হাসান আলী জানান বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ী তার বোনের উপর নির্যাতন করতো। গত শনিবার বৈশাখী উপলক্ষে রিমার স্বামী হাসান রীমার জন্য ব্লাউজের কাপড় আনে। হাসানের বোনের জন্য কেন কাপড় আনা হলো না এই নিয়ে বাড়িতে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তারা রিমাকে মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগে জানা যায়। তিনি আরো জানান তার বোন ৩ মাসের অন্তসত্বা ছিলো। এ ব্যাপারে রিমার ভাই বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

Be the first to comment on "জয়পুরহাটে অন্তসত্তা গৃহবধু হত্যা: স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ী গ্রেফতার"