শিরোনাম

ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে অসিত কুমার সাহা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে কার্ত্তিক সাহাকে পিটিয়ে মারাত্মক আহত করেছে একদল যুবক। গতকাল বুধবার বিকেলে উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত অসিত ও তাঁর ছেলেকে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অসিত কুমার সাহা জানান, বেথুলী গ্রামের পূজামণ্ডপের কাছে তিনি ধান শুকাচ্ছিলেন। বিকেলে একই এলাকার রাজা ও দীপংকরসহ কয়েকজন যুবক তাঁদের ধান শুকাতে বাধা দেয়। এর প্রতিবাদ করলে তারা তাঁকে ও তাঁর ছেলে কার্ত্তিক সাহাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার জানান, মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তাঁর ছেলেকে একদল যুবক পিটিয়ে আহত করেছে। বিষয়টি তিনি থানার ওসিকে জানিয়েছেন। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাকে মারপিটের বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছ থেকে আমি জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত"

Leave a comment

Your email address will not be published.


*