নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলায় এক মন্দিরের পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন যুবক।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় এ ঘটনার পেছনেও জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।
নিহত অনন্ত গোপাল গাঙ্গুলি (৬৫) নলডাঙ্গা মন্দিরের পুরোহিত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে আক্রান্ত হন তিনি।
সহকারী পুলিশ সুপার জানান, মোটর সাইকেলে করে আসা তিনজন পুরোহিতের ওপর হামলা করে। তারা প্রথমে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। জবাই করে হত্যার পর মোটর সাইকেলে করে চলে যায়।
“ঘটনা দেখে মনে হচ্ছে জঙ্গিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে।”
Be the first to comment on "ঝিনাইদহে পুরাহিতকে গলা কেটে হত্যা"